নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাট উপজেলায় ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক পরিচালন উন্নয়ন তহবিল (ইউজিডিপি)আওতায় উপজেলার পরিষদের তত্ববধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্ক-বেঞ্চ সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। আজ সোমবার ২০জুলাই দুপুর ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল, কলেজ, মাদ্রাসায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরঞ্জাম বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ সামছুল হক,উপজেলা এলজিইডি অফিসার মিশু কুমার দত্ত, উপজেলা ইউডিএফ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়
উপজেলা পরিষদ থেকে ৮৮ জোড়া বেঞ্চ ও ১০২ টা ফ্যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে প্রদান করা হয়।
Leave a Reply