দিলোয়ার হোসাইন , বানিয়াচং প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে।
১৬ জুলাই সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা প্রশাসন ও সিলেট বনবিভাগের আয়োজনে বানিয়াচং উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খাঁন, আহাদ মিয়া, যুবলীগ নেতা সাহিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, সাংবাদিক এস এম সাইফুল ইসলাম সেলিম,ইয়াসিন আরাফাত মিল্টন, জহিরুল ইসলাম নাসিম, এস এম খলিলুর রহমান রাজুুসহ অন্যরা।
এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরাও বানিয়াচং উপজেলায় বৃক্ষরোপন শুরু করেছি। বানিয়াচং উপজেলার জন্য আমরা ২০ হাজার ২শ ৩০টি গাছ বরাদ্ধ পেয়েছি।
এর পূর্বে ২৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নীর্মিত বানিয়াচং বড়বাজারস্থ নির্মানাধীন মুক্তিযোদ্ধা চত্তরের ঢালাই কাজের উদ্ধোদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
Leave a Reply