নুর উদ্দিন সুমন : জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর শিল্প এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার অভয়নগরের সোলেমান মিয়া ও মুক্তহারের অক্ষয় কুমার দাশ নামে দুই চোর চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে এএসআই মোঃ জসিম উদ্দিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার ওসমানী সড়ক এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মোটর সাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয় এবং দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply