সেবা ডেস্ক : রেড জোন ঘোষিত চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায়, মাস্ক পরিধান না করায়, সিএনজিতে অতিরিক্ত যাত্রী পরিবহন করায়, সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে মঙ্গলবার দিনব্যাপী চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, হবিগঞ্জ ডিসি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান।
সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
সর্বমোট ৫ টি মামলায় ২৫ হাজার ২শত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উপজেলা প্রশাসন চুনারুঘাট এর পক্ষ থেকে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে বারংবার। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার অনুরোধ করেছেন উপজেলা প্রশাসন ।
Leave a Reply