মুহাম্মদ দিলোয়ার হোসাইন : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নে অন্তর্গত গুণই গ্রামের বড় খালের উপর নির্মিত ব্রীজ সন্নিকটে ভাঙ্গা সড়কের উপর বিশাল গর্তটি সংষ্কার করেছেন একদল আলেম। সোমবার (১৫ জুন) স্বেচ্ছায় এ গর্তটি ভরাট করেন তারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ঝুঁকি নিয়েই এ জায়গা দিয়ে যাতায়াত করছেন পথচারিসহ যানবাহন। স্থানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছেন এলাকাবাসী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর ভেঙ্গে সড়ক সংস্কারে এগিয়ে এলেন ‘ আল আসহাব উলামা পরিষদ’ নামে আলেমদের সংগঠন।
সংগঠনের সভাপতি – মাওলানা মুফতী ইমরান আহমদের নেতৃত্বে সংগঠনের কর্মীরা সড়কের ঝুঁকিপূর্ণ জায়গাটি ভরাট করেন। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি, কিন্তু তাদের সাড়া না পেয়ে অবশেষে নিজেরাই এগিয়ে আসলাম। আমরা কাজটা করেছি নিজেদের বিবেকবোধ থেকে। সমাজ আর সমাজের মানুষের প্রতি ভালোবাসা থেকে। কারণ আমাদের সংগঠনটিও একটি সামাজিক সংগঠন। সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা শাহ্ সালেহ আহমদ প্রথসেবা ডটকমকে জানান, এভাবেই প্রত্যেক এলাকায় সামাজিক সংগঠন গড়ে তুলে সমস্যাবলি সমাধান করলে সমাজটা আরও অনেকদূর এগিয়ে যেত।
Attachments area
Leave a Reply