দিলোয়ার হোসাইন ,বানিয়াচং : বানিয়াচং থানা প্রাঙ্গণে চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫জুন) সকাল সাড়ে ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্যারেডে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিকে মূল লক্ষ্য করে যাতে তারা নিজেরা স্বাস্খ্য সচেতনতা ও সুরক্ষা নিজে নিশ্চিত করেন। তা ছাড়া এলাকাবাসীকেও সুরক্ষা দিতে সচেষ্ট থাকার পাশাপাশি অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে থানায় অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন । এ সময় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস।
Leave a Reply