দিলোয়ার হোসাইন বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকারকে বানিয়াচং উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৯ জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। উপস্থিত ছিলেন বিদায়ী ও সংবর্ধিত ব্যাক্তি মোঃ মামুন খন্দকার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, ইউএইচও ডাঃ আবুল হাদী মোঃ শাহপরান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, সমাজসেবা সাইফুল ইসলাম প্রধান, ওসি এমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শামসুল হক, রেখাছ মিয়া, মৌঃ হাবিবুর রহমান, ওয়ারিশ উদ্দিন খান, মোঃ গিয়াস উদ্দিন, লুৎফুর রহমান, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, আহাদ মিয়া, এরশাদ আলী প্রমূখ। উপস্থিত অতিথি ও সুধীবৃন্দ বিদায়ী ইউএনও মোঃ মামুন খন্দকারের কর্মকাল নিয়ে ভাবগম্ভীর্যপূর্ন বক্তব্য দেন। এসময় তার উত্তোরত্তোর সাফল্য কামনা করেন। সংবর্ধনা সভায় ফুল, ক্রেস্ট ও একটি ল্যাপটপ প্রদান করা হয় বিদায়ী ইউএনওকে।
Leave a Reply