শেখ জাহান রনি, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুরে মনতলা এলাকা থেকে ৫ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের ৬ মাসের জেল দিয়েছে ভ্রামমান আদালতের বিচারক।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায়
মনতলা বিওপির হাবিলদার মোঃ অলিউল্লাহ এর নেতৃত্বে মাধবপুর উপজেলার মনতলা ব্রিজের নিকট হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের শাহিন মিয়া(৩০),ইসলাম খান(২৫), আরিফুল ইসলাম (২৫),মোঃ জাকির হোসেন (২৫),মোঃ নুর মিয়া (২৬) কে ৬ বোতল ভারতীয় বিয়ার, ০২টি মোটর-সাইকেল এবং ০৫টি মোবাইল ফোনসহ আটক করে। বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস জানায়, মঙ্গলবার ২ জুন রাত সাড়ে ১০টায় আটককৃত আসামীদের উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার এর আদালতে হাজির করলে বিচারক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা করেন।
Leave a Reply