নিজস্ব প্রতিনিধি।। জেলার চুনারুঘাটে সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৭শ’ শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সিএনজি মালিক সমিতির সভাপতি সাংবাদিক আলহাজ্ব কামরুল ইসলাম, সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকার ও সেক্রেটারি মিজানুর রহমান সেলিম সহ নেতৃবৃন্দরা। মহামারী করোনা ভাইরাসে সিএনজি শ্রমিকরা ঘরবন্দী থাকার কারনে আর্থিক সংকটে পরে শ্রমিকরা।
তাদের আর্থিক সংকটের কথা বিবেচনায় ত্রাণ বিতরণের উদ্যোগ নেয় চুনারুঘাট উপজেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। প্রতি লাইনে থাকা শ্রমিকদের মাঝে প্রতিদিন খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়।
Leave a Reply