নিজস্ব প্রতিনিধি।। জেলার চুনারুঘাট উপজেলায় হলহলিয়া গাজিপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা ও শিশুসহ একই পরিবারের চারজনজন আহত হয়েছেন। গত ১১মে সন্ধ্যা ৬টায় বাড়ির সীমানায় রাস্তা নির্মানের জের ধরে গাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় চার জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন, পিয়ারা খাতুন (৭০), সিতারা (৩০),দুধ মিয়া (৪০) ও শিশু পুত্র শিপন মিয়া(১০)। আহত দুধ মিয়া বলেন, বাড়ির সীমানায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে পাশের বাড়ির আফরুজ মিয়া গংদের সাথে বিরোধ হয়। এনিয়ে থানায় পুর্বেও অভিযোগ রয়েছে ঘটনারদিন বিকেলে চুনারুঘাট থানার এএসআই ইমনসহ একদল পুলিশ তদন্তে যান পুলিশ ঘটনারস্থল থেকে ফেরার পর কেন বাড়িতে পুলিশ গেল এনিয়ে সিতারার সাথে আরুজ গংদের কথা-কাটাকাটি হয়। সেই বিরোধের জের জবরু মিয়ার নেতৃত্বে সাইফুল ও আফরুজ মিয়াসহ ১০/১২জনের একদল লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ি ঘড়ে হামলা ভাংচুর ও টাকা পয়সা লোটপাট করে বলে আহতরা জানায়। এসময় পিয়ারা খাতুন ও তার পুত্রনধু সিতারা, শিশু পুত্র আহত হন। এঘটনায় আজ মঙ্গলবার চুনারুঘাট থানায় জামাল মিয়া বাদী হয়ে স্থানীয় এক বিএনপি নেতা জবরু মিয়াকে প্রধান আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। বাদী জামাল মিয়া বলেন, জবরু মিয়া স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা তার দাপটে কেহ তাদের বিরোদ্ধে কথা বলার সাহস পায়না। তারা সামাজিক বিচার আচার মানেনা গায়ের জোরে যাহা খুশি তাহা করে। আমরা প্রশাসনের কাছে আইনগত সহযোগিতা চাই। এবিষয়ে চুনারুঘাট থানার এএসআই ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর আমি শুনেছি। অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply