শেখ জাহান রনি, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর-মনতলা সড়কে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত হযেছেন।
আজ শনিবার (২রা মে) সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আলাকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাবিব মিয়া (৪০) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের দিদার (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মাধবপুর- মনতলা সড়কের আলাকপুর নামক স্থানে রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি খাদে পরে যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোক্তাদির চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply