সৈয়দ আব্দুল মান্নান বাহুবল থেকে।। হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসন ও এমপির আহবানে সাড়া দিয়ে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায় মানুষ মোবাইলে মেসেজ দিয়ে দ্রুত সহায়তা করছিল। তাদের অনেকই না পাওয়া হতাশায় রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকারের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান ৫ হাজারের মতো মেসেজ এসেছে। ইতিমধ্যে আমরা ৫ শ’র অধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।আরো ১শ মানুষের মাঝে বিতরণে প্রস্তুতি চলছে। এ কার্যকর চলমান রয়েছে। বিশেষ করে ৩৩৩ এ কলের ভিত্তিতে প্রতিদিন ১০জনকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। অপরদিকে মাননীয় সংসদ সদস্য গাজী শাহ নেওয়াজ মিলাদ লাইভে বলেছেন তিনি ও তাঁর পরিবারবর্গের ব্যক্তিগত উদ্যোগে বাহুবল -নবীগঞ্জের ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তা অব্যাহত আছে।
Leave a Reply