এফ এম খন্দকার মায়া চুনারুঘাটঃ চুনারুঘাট চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও গ্রাম লকডাউনের ঘোষণা দিয়েছে তরুণরা। (২৫এপ্রিল) শনিবার ওই গ্রামের সেচ্ছাসেবী সেলিম খান,জোবেদ আহমেদ,কাউছার,মামুন,সোহান,জাকির ও মামুন খান ইমু’র উদ্যোগে দারাগাঁও গ্রামে বহিরাগতদের আগমন ও করোনাভাইরাস থেকে সকল কে রক্ষার করতে গ্রামের প্রত্যেক সড়কপথে বাঁশ বেঁধে প্রবেশ পথ বন্ধ করে দিয়ে লকডাউনের ঘোষণা দিয়েছে তারা । তরুণরা বলেন আমাদের উচিত নিজের পাশাপাশি পরিবারের ও গ্রামের সাধারণ মানুষদের নিরাপত্তার জন্যে এমন উদ্যোগ নেয়া।ঘরে থাকা ও প্রশাসনের বিধিনিষেধ মেনে চলা। তাই আমরা সেচ্ছায় এ উদ্যোগ নিয়েছি। উল্লেখ্য বিশ্বের সব দেশের সাথে বাংলাদেশেও মরণব্যাধি করোনাভাইরাস ব্যাপক প্রভাব ফেলছে। তন্মধ্যে হবিগঞ্জ জেলায় এর বিস্তার খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। হবিগঞ্জ সিভিল সার্জন তথ্য মতে ২০জন করোনাভাইরাস পজিটিভ পাওযা গেছে।এই নিয়ে হবিগঞ্জে ৪৬জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
Leave a Reply