শেখ জাহান রনি, মাধবপুর :পৃথিবী জুড়ে করোনা ভাইরাস সংক্রমন বেড়ে চলেছে বাংলাদেশেও করোনার প্রভাব পরেছে এর প্রভাব পরেছে দেশের কৃষি খাতে এমন অবস্তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের ইসলামপুর গ্রামের এক কৃষকের ধান কেটে সহায়তা করলো ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ-কর্মীরা।
রবিবার(১৯ এপ্রিল) সকাল বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক নুরুল হকের ডাকে সারা দিয়ে ধান কেটে দিল ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ নেতাকর্মীরা।
জানা যায়, করোনার প্রভাবে দেশ লকডাউন অবস্থায় বরো ধান শ্রমিক সংকটে সময় মত ঘরে ঘরে তুলতে পারতেছে না, এমন অবস্থায় ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী নিলয় রহমান ইমনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষক নুরুল হকের ৩,বিঘা জমির ধান কেটে দেয়।এসময় প্রায় ১০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন জমিতে।
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী নিলয় রহমান ইমন জানান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ভাই নির্দেশ দেন এই মহামারি করোনায় যেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ সকল কৃষকদের পাশে দাড়ায়।এই নির্দেশে আমরা ছাত্রলীগ কর্মীরা ইসলামপুর গ্রামের এক কৃষকের ধান কেটে দেই। বাংলাদেশ ছাত্রলীগ সর্বদায় মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষৎতে থাকবে ইনশাআল্লাহ।
Leave a Reply