হাজী আব্দুল বাছিত সংযুক্ত আরব আমিরাত থেকে।।শারজায় গৃহহীন অসহায় মানুষদের খাবার দিচ্ছে দুবাই কনস্যুলেট। এ কাজে তাদের সহযোগিতা করছে স্থানীয় সংগঠন দুবাই আওয়ামী লীগ শারজাহ আওয়ামী লীগ।
দুনিয়াজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সংযুক্ত আরব আমিরাত শারজায় প্রায় সবকিছু বন্ধ রয়েছে। ফলে না খেয়ে থাকতে হচ্ছে গৃহহীন ও মানসিক ভারসাম্যহীন মানুষকে। তাদের পাশে দাঁড়িয়েছে দুবাই কনস্যুলেট ও স্থানীয় সংগঠন দুবাই আওয়ামী লীগ শারজাহ আওয়ামী লীগ । সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনন্স্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হুসেন খান এবং কাউন্সিলর শ্রম মিসেস ফাতেমা জাহান, প্রথম সচিব শ্রম মোহাম্মদ মানোয়ার হোসেন এর উদ্যোগে খাবার বিতরণ করা হয়, দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলাম ও শারজাহ আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল আউয়াল এর সহযোগিতায় শারজাহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে অসহায় মানুষদের খাবার দেন। কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হুসেন খান বলেন, গত ২৬ মার্চ থেকে শারজা শহরের হোটেল, রেঁস্তোরা বন্ধ থাকায় খাবারের অভাবে রাস্তায় থাকা এসব মানুষকে অভুক্ত থাকতে হচ্ছে। তাদের প্রতিদিন খাবার দেওয়ার জন্য স্থানীয় সংগঠন দুবাই আওয়ামী লীগ ও শারজাহ আওয়ামী লীগ এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে মান্যবর কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হুসেন খান এতে উপস্থিত ছিলেন,সংযুক্ত আরব আমিরাত এর ছাত্র লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান শারজাহ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল প্রমুখ ।
Leave a Reply