সৈয়দ আব্দুল মান্নান বাহুবল : বাহুবল খাদ্য গোদামে আমন ধান ক্রয়ে গোদাম কর্মকর্তা দীপক চন্দ্র দাশের দুর্নীতির প্রতিবাদে (১৩ জানুয়ারী) কৃষকরা গোদাম কর্মকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে। অভিযোগ উঠেছে ওই গোদাম কর্মকর্তা নানাভাবে কৃষকদের হয়রানী করছেন।জানাগেছে এ খাদ্যগোদামে চলতি মৌসুমে ১৯১৬ মেঃ টন আমনধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়।এ পর্যন্ত মাত্র ৯৫ মেঃ টন ধান ক্রয় করা হয়েছে। ধানের আর্দ্রতা ১৪% এর বেশী সহ নানা তালবাহানা দেখিয়ে ধান ক্রয়ে অনীহা দেখান।ফলেধান দিতে কৃষকরা আগ্রহ হারাচেছন। ১৬% আর্দ্রতার ধান একটি দালাল চক্রের মাধ্যমে গোদামে ক্রয় করে গোদামে রাখলে এক কৃষক প্রতিবাদ করেন।বিষয়টি জানাজানি হলে কৃষকরা জড়ো হয়ে অফিস ঘেরাও করে। কৃষকদের প্রতিবাদের মুখে গোদাম থেকে ধানের বস্তাগুলো
বের করে মাঠে রাখা হলে পরিস্থিতি শান্ত হয়।কৃষক
ছায়েদ মিয়া,আলাল মিয়া জানান আমাদের ধান
১৪% থাকার পরও গ্রহন করা হয়নি।কিন্তুু ১৬% আর্দ্রতর ধান গোদামে ঢ়ুকানো হয়েছে। এ ব্যাপারে
গোদাম কর্মকর্তা দীপক দাশের সাথে মুঠোফোনে
আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা নজীর মিয়ার সাথে মুঠোফোনে আালাপ করলে তিনি জানান ঘটনার সময় আমি ছিলাম না তবে গোদাম কর্মকর্তা জানিয়েছেন ভুলে এ ঘটনা ঘটেছে।
Leave a Reply