জুবায়ের আহমেদ বাহুবল থেকেঃ বাহুবলে রাতের আঁধারে কৃষকের শিম গাছ কর্তন প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ঘটনাটি ঘটেছে উপজেলার সম্ভপুর গ্রামে। জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের সম্ভপুর গ্রামের মিরাশ আল্ল্যাহ,র ছেলে আওলাদ মিয়া বাড়ীর পাশে নিজের প্রায় ৩০ শত জমিতে শিম চাষ করেন। আওলাদ মিয়া প্রায় ৪০/৫০ হাজার টাকার শিম বিক্রিও করেছেন। উত্তর অঞ্চলের শিম চাষিদের মধ্যে আওলাদ মিয়ার প্রায় ৩০ শত জমিতে শিম চাষ হয়েছে চোখে পড়ার মতো। গত সোমবার দিবাগত গভীর রাতে পূর্ব শক্রতার বহিবসত হয়ে কে বা কারা আওলাদ মিয়ার পুরো জমির শিম গাছ কর্তন করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে, এ ঘটনার খবর পেয়ে পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুউদ্দিন তারা মিয়া ও পুটিজুরী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এব্যাপারে এলাকার বিশিষ্ট ময়মুরুব্বিগণ জানিয়েছেন হয়ত পূর্ব শক্রতার জের ধরেই এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা ।এ ঘটনায় কৃষক আওলাদ মিয়া জানান আমি একজন সাধারণ কৃষক, শিম চাষই আমার এক মাত্র সম্বল তিনি বলেন বিভিন্ন মৌসুমে কৃষি জমিতে চাষ করেই পরিবারপরিজন নিয়ে আমি জীবিকানির্বাহ করি।ওরা আমার শিম গাছ কর্তন করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। ওরা শিম গাছ না কেটে আমাকে মেরে ফেল্লেও অনেক শান্তি পেতাম। আওলাদ মিয়া আরো বলেন সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে শিমের জমিতে কাজ করেছি। শিম চাষ করতে গিয়ে আওলাদ মিয়া অনেক ঋণও করেছেন। কান্না জরিত কন্ঠে আওলাদ মিয়া বলেন এখন আমি নিশ্বসহ হয়ে গেছি ওরা আমাকে শেষ করে দিয়েছে আমি এ ঘটনার বিচার চাই।
Leave a Reply