বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান অসংখ্য হিট সিনেমা উপহার দেয়ার কারণে গোটা বিশ্বে বেশ জনপ্রিয়। তবে এবার বলিউডের ভাইজান খ্যাত এই অভিনেতাকে টপকে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনটিই দেখা গেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষায়।
বিশ্বে ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের জনপ্রিয়তা নিয়ে গবেষণা চালিয়ে যুক্তরাষ্ট্রের ওই সংস্থা ‘এসইমার্শ’ বলেছে, ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সালমান ও প্রিয়াঙ্কাকে। তার মধ্যে শীর্ষস্থানে আছেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সংগৃহীত তথ্য তুলে ধরে সংস্থাটি জানিয়েছে, এ সময়ের মধ্যে গড়ে প্রিয়াঙ্কার নাম সার্চ করা হয়েছে ৪২ লক্ষ বার। আর সালমানের নাম সার্চ করা হয়েছে ২০ লক্ষ বার। গত ডিসেম্বরেও দেখা গেছে, প্রিয়াঙ্কাকে খোঁজা হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ বার। অন্যদিকে, সালমানকে খোঁজা হয়েছে ২৭ লাখ ৪০ হাজার বার।
আর অভিনেতা-অভিনেত্রী হিসাবে কে বেশি জনপ্রিয় তা নিয়ে সংস্থাটির পরিচালিত আরেকটি গবেষণাতেও দেখা গেছে, অভিনেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সালমান খান। তারপর রয়েছেন, অমরেশ পুরি এবং তারপর শাহরুখ খান। আর অভিনেত্রীদের মধ্যে প্রথমেই আছেন প্রিয়াঙ্কা, এরপর সানি লিওনি এবং তারপর আছেন দীপিকা পাড়ুকোন।
Leave a Reply