জুবায়ের আহমেদ বাহুবল থেকেঃ বাহুবলে মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান ও পিইসি পরীক্ষাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাহুবল উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় জুনিয়র হাই স্কুলে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশলয় জুনিয়র হাই স্কুল মাঠে অধ্যক্ষ জামাল আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফরহাদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, উপজেলা যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি বদরুল আলম,শিক্ষক প্রতিনিধি শিপ্রা রানী নাগসহ, উক্ত সভায় উপস্থিত ছিলেন মেধাবী শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।সভায় কিশলয় জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ বছর প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার হিসেবে ৪৬টি ক্রেস্ট তাদের হাতে তুলে দেয়া হয় এবং ৩১জন পিইসি পরিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক স্কুল শিক্ষার্থীদের পক্ষ থেকে কেক কেটে সকল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন ও কেক নিজ হাতে শিক্ষার্থীদের খাওয়ান। এক আনন্দঘন মূহুর্তের মধ্যে দিয়ে সভার সমাপ্তি করা হয়। পরে পিইসি শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ছবি তুলেন প্রধান অতিথি।
Leave a Reply