বিনোদন ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী বছর ভালোবাসা দিবসে দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। এমনটাই জানালেন নির্মাতা রায়হান রাফি। শুধু মিমই নয়, ওইদিন পাওয়া যাবে ইয়াশ রোহান ও শরিফুল রাজকেও। কারণ আগামী ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাদের অভিনীত ছবি ‘পরাণ’।
সম্প্রতি প্রকাশ হওয়া ‘পরাণ’ ছবির পোস্টারে ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানান, ‘পরাণ’ ছবির প্রতিটি চরিত্রের আলাদাভাবে গুরুত্ব রয়েছে। গল্পের অন্যরকম একটি শক্তি আছে। এর গল্পটিও রোমান্টিক। তাই ছবি মুক্তির দিনক্ষণ হিসেবে ভালোবাসা দিবসকে চূড়ান্ত করেছি।
বিদ্যা সিনহা মিম বলেন, ‘এই ছবিতে আমি মেকআপ ছাড়া শুটিং করেছি। বলা যায়, একেবারে ন্যাচারাল অভিনয়। শুরুতে টেনশনে ছিলাম, জানি না কেমন হয়। পরে দেখলাম সব ঠিকঠাক আছে। আমি মনে করি, ছবিটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। “পরাণ” ছবিতে আমি “অনন্যা” চরিত্রে অভিনয় করেছি।’
ত্রিভুজ প্রেমের ছবি ‘পরাণ’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। এতে একদম সাদামাটা চরিত্রে আছেন মিম ও ইয়াশ রোহান। আর বখাটেরূপে দেখা যাবে শরিফুল রাজকে।
Leave a Reply