অনলাইন ডেস্ক: ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আকস্মিক এ বন্যায় দুইশোর বেশি মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের শিরাজ শহরে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে।
জানা যায়, বন্যায় মৃত ২৩ জনের মধ্যে ১৯ জনই শিরাজ শহরের বাসিন্দা।
শিরাজ শহর ছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশেও ব্যাপক বন্যার কবলে পড়েছে।
ইরান সরকারের সরকারের তরফ থেকে নাগরিকদের যাত্রা বাতিলের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া দেশটি আবহাওয়া অধিদপ্তর আরো বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে।
দেশটির জ্বালানি মন্ত্রী এই আকস্মিক বন্যাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে উল্লেখ করেছেন।
সৌজন্যে: ইত্তেফাক
Leave a Reply