নিজস্ব প্রতিনিধি : বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ময়না মিয়াকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৮ টার সময় দক্ষিণ যাত্রাপাশার চিপারহাটি নামকস্থানে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ময়না মেম্বার গতকাল সন্ধ্যার পরও নতুন বাজারস্থ ইউনিয়ন পরিষদ অফিসে কাজ করছিলেন। পরে তিনি বাড়ি দিকে রওয়ানা দেন। এদিকে ময়না মিয়া মেম্বারের ভাতিজি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে প্রায় ২শ গত দুরে পুকুরে অজু করতে গিয়ে মানুষের হৈচৈ শুনতে পেয়ে ঘরে গিয়ে তার মাকে জানায়। এ সময় তারা এসে দেখে পুকুরের পাড়ে রক্তের দাগ রয়েছে। এরই মধ্যে তারা দেখতে পান পুকুরের পশ্চিম পাশে একটি মৃতদেহ পড়ে আছে। কাছে গিয়ে দেখতে পান মৃতদেহটি ময়না মিয়া মেম্বারের।
ধারণা করা হচ্ছে, পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। গতকাল রাতে অফিসের কাজ শেষে ময়না মিয়া বাড়ির দিকে রওয়ানা দেন। তিনি পুকুর পাড়ে পৌঁছামাত্র দেশীয় অস্ত্র নিয়ে দূর্বৃত্তরা তার উপর ঝাপিয়ে পড়ে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা, মুখসহ শরীর ক্ষতবিক্ষত করে। এক পর্যায়ে ময়না মিয়ার মৃত্যু নিশ্চিত হলে পাশ্ববর্তী পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়। অপর দিকে ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়াকে ফোনে এ ঘটনাটি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশ উদ্ধার বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ইউএনও মোঃ মামুন খন্দকারও ঘটনাস্থলে ছুটে যান। তিনি এ হত্যাকান্ডের তিব্র নিন্দা জানান। এ ব্যাপারে ওসি রাশেদ মোবারক জানান, এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশ। আশা করা যায় খুব শীঘ্রই এ হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হবে।
Leave a Reply