স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়েল পুলিশের ডিআইজি’র গাড়ী ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে হাইওয়েল পুলিশের ডিআইজি আতিকা ইসলাম ও তার ড্রাইভার নাজির উদ্দিন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ডিআইজি আতিকা ইসলামকে বহনকারী গাড়ীটি (ঢাকা মেট্রো-ঘ-১৪-২৫৫৬) ধুমড়ে মুচড়ে গেছে। জানা যায়, গতকাল বুধবার বিকাল ৩টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় হাইওয়েল পুলিশের ডিআইজি আতিকা ইসলাম। উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গাড়ীটি পাশর্^বর্তী খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ড্রাইভার নাজির মিয়া (৩৩) বগুড়া জেলার সোনাতলা থানার ফুলবাড়িয়া গ্রামের লুৎফুর মিয়ার আপন পুত্র। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ী শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে আছে।
Leave a Reply