স্টাফ রিপোর্টার:-ফেলোশিপ প্রোগ্রাম এর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতির বাসায় এই ফেলোশিপ প্রোগ্রাম এর আয়োজন করা হয়।
ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট রায়হানা বেগম এর নেতৃত্বে উপস্থিত সকল ইনারহুইল সদস্যরা কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেন। ক্লাব প্রেসিডেন্ট উপস্থিত সকল নারী ও শিশুদের ইনার হুইল ক্লাব এর পক্ষ থেকে ফুল দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ভাইস প্রেসিডেন্ট (১) সানজিদা মুহিব প্রীতি, ভাইস প্রেসিডেন্ট (২) মাহফুজা আক্তার ডলি, ক্লাব সেক্রেটারি তাছকিরা আক্তার জুবিলী, ক্লাব ট্রেজারার এডভোকেট সায়লা পারভীন এবং ক্লাব করেসপন্ডেন্ট রওশন আরা লুনা সহ সানজিদা মুহিব প্রীতির পরিবার এর সদস্যবৃন্দ।
পরে ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতির ভাই এর বিবাহ উপলক্ষে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ নবদম্পতিকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং উপহার প্রদান করে।
Leave a Reply