নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ বাজার এলাকায় চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গতকাল উল্লেখিত সময় নবীগঞ্জ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ক্ষতিকারক ক্যামিকেল রাখার অপরাধে তারিন মিষ্টি ঘরকে ৬ হাজার, শান্তিবাগ হোটেলকে ৫ হাজার ও তৃপ্তি স্ন্যাকস এন্ড সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতি পিস ৭০ টাকা দরে কিনে ১শ ৫০ টাকায় বিক্রি করার অপরাধে চঞ্চল মিয়া নামে এক তরমুজ বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়। এছাড়াও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনা-কাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ জানান দেবানন্দ সিনহা। অভিযান পরিচালনায় নবীগঞ্জ উপজেলা সেনিটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী ও নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
Leave a Reply