সৈয়দ সিরাজুল ইসলাম হাসান: মৌলভীবাজার রাজনগর থেকে প্রকাশিত ও প্রচারিত সাপ্তাহিক রাজনগর বার্তা ও রাজনগর বার্তা ডট কমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আক্তার হোসেন সাগরের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। নিরাপত্তার জন্য আক্তার হোসেন সাগর রাজনগর থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। জিডি নম্বর ৪৫১। সাগর জানান গত কাল বুধবার রাত ১২ টার পর যেকোনো সময় ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেসবুকে লগইন করতে চাইলে ফেসবুক বলে এই মেইলে কোনো ফেসবুক নেই। অনেক চেষ্টার পরও উদ্ধার করতে না পারায় আইডি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন বুধবার (০৯ সেপ্টেম্বর) রাত ১২ টার পর যেকোনো সময় উনার আক্তার হোসেন সাগর নামীয় ফেসবুক আইডি (প্রোফাইল লিংক : https://facebook.com/aktharhossen.sagor1 ) কে বা কারা হ্যাক করে নিয়ে যায়। তিনি সকালে ঘুম থেকে উঠে ফেসবুক আইডিতে প্রবেশ করতে চাইলে ফেসবুক আইডির ইমেইল পাসওয়ার্ড পরিবর্তন দেখতে পান। সকাল থেকে তিনি একাধিকবার চেষ্টা করে ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারেন নি। তাই উনার প্রতীয়মান হচ্ছে উনার ফেসবুক আইডি থেকে দুস্কৃতিকারীরা কাউকে হয়রানি কিংবা কারো কাছে কিছু দাবি করে অথবা অসামাজিক কোনো পোস্ট দিয়ে হয়রানি করতে পারে এ সংক্রান্তে তিনি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ঢাকায় অতিশীঘ্রই মামলা করবেন।
Leave a Reply