নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার অলুয়া, সেনারকান্দি, নোয়াগাঁও বনাম আলাপুর, ইজ্জতপুর, বাদেঅলুয়া, ভেড়াখাল গ্রামের মধ্যে ৩ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষে শতাধিক আহত আহত হয়েছে।
আজ ২৭ মে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের প্রায় ২ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে অবশেষে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের এসআই শাহিদুল, সেকেন্ড অফিসার শাহ আলী রক্তাক্ত আহত হন।
সংঘর্ষে উভয় পক্ষে আব্দুল কাদির (৫৫), আলী আহমদ (৩৫), অলি মিয়া (৩৬), নবীদ মিয়া (২৮) সহ শতাধিক লোক আহত হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, অলুয়া গ্রামের আবিদ আলীর ক্ষেতে ইজ্জতপুর মৎস্যজীবি সম্প্রদায় গ্রামের জনৈক ব্যক্তির গরু ধান খাচ্ছিল। তা দেখে জমির মালিক বকাঝকা করছিল।
অপরদিকে ইজ্জতপুর গ্রামের লোকজন উল্টো উত্তেজিত হয়ে জমির মালিককে লক্ষ্য করে বকাঝকা করতে থাকে। এর জের ধরেই দু’পক্ষের প্রথমে ৭ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এসময় খবর পেয়ে মৎস্যজীবি সম্প্রদায়ের অপর প্রতিবেশী কয়েক গ্রামের লোকজন ইজ্জতপুরের পক্ষ নিলে সংঘর্ষের গতি বৃদ্ধি পেতে থাকে।
এসময় পুলিশ আহত হলে এক পর্যায়ে অসহায় হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সংঘর্ষের পর পরই অলুয়া গ্রামের লেচু মিয়া. নবীন হোসেন, উমর আলী ও ফরিদ মিয়াকে বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply