হাজী আব্দুল বাছিত আমিরাত প্রতিনিধি।। সংযুক্ত আরব আমিরাত এর ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনাভাইরাসের বিস্তার অব্যাহত থাকার কারণে, পবিত্র রমজান মাসের ঈদুল ফিতর এর নামাজ বাড়িতে আদায় করা উচিত। দেশটির ধর্ম মন্ত্রণালয় থকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয় । আরব আমিরাত এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগেই পবিত্র রমজান মাসে বাড়িতে তারাবির নামাজ আদায়ের নির্দেশনাসংবলিত একটি ঘোষণা দিয়ে ছিলো । করোনাভাইরাসের সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত দেশটির মসজিদগুলোয় জামাতে নামাজ আদায়ের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে না বলেও জানায় আমিরাত সরকার।করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর যে স্থগিতাদেশ আছে, তা মসজিদে তারাবিহ নামাজ আদায়ের ওপর স্থগিতাদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মসজিদ বা বাসায় যেখানেই তারাবিহ আদায় করা হোক, তা সর্বশক্তিমান আল্লাহ যেন কবুল করেন, আমরা সেই প্রার্থনা জানাই। আমরা মনে করি, মানুষের স্বাস্থ্যের জন্য এখন বাড়িতে নামাজ আদায় করা অধিকতর মঙ্গলজনক। আল্লাহ যেন আমাদের সবার নামাজ কবুল করেন এবং বৈশ্বিক মহামারি থেকে মানবজাতিকে রক্ষা করেন, সে প্রার্থনা জানাই। করোনা আরব আমিরাতেও হানা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২৬ হাজার ৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছ। আর করোনায় মারা গেছে অন্তত ২৩৩ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০৯ জন । করোনার বিস্তার ঠেকাতে কারফিউ জারি জীবাণুনাশক স্প্রে সহ নানা ব্যবস্থা নিয়েছে আমিরাত সরকার ।
Leave a Reply