বাহুবল প্রতিনিধি।। হবিগঞ্জ মডেল থানা পুলিশের
সহায়তায় চিকিৎসা সেবা পেলো হবিগঞ্জ শহরের এক শ্বাস কষ্টের রোগী। আজ ভোরে হবিগঞ্জ শহরের স্বনামধন্য এক পরিবারে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত এক সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পূর্ব অভিজ্ঞতা থেকে পরিবারের সবাই জানেন, তাঁর সুস্থতার জন্য দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেয়া ও অক্সিজেন সরবরাহ করা জরুরি। কিন্তু হবিগজ্ঞ হাসপাতাল লকডাউন থাকায় কিংকর্তব্যবিমোড় হয়ে পড়েন তার পরিবারের লোকজন। তাই তাৎক্ষণিক যোগাযোগ করেন সদর মডেল থানায়। ১০ মিনিটের মধ্যে পৌঁছে যায় সদর মডেল থানার গাড়ি। শুরু হয় হাসপাতালে হাসপাতালে ঘুরা! সব জায়গার উত্তর একটাই- চিকিৎসক নেই! অক্সিজেন নেই! এক পর্যায়ে তাদের এক পারিবারিক বন্ধু নতুন অক্সিজেন সিলিন্ডার যোগাড় করলো। পরে পুলিশের সহযোগিতায় শহরের “দি ল্যাবএইড” হাসপাতালে ওই অসুস্থ রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয় এবং সুস্থ হয়ে উঠেন ওই রোগী।
Leave a Reply