ফারজানা আক্তার : হবিগঞ্জের বাহুবলে এতিম শিশু পরিবার শিশু খাদ্য নিয়ে হাজির হলেন উপজেলা প্রশাসন। আজ ২৫ এপ্রিল শনিবার উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এক এতিম পরিবারের শিশুদের হাতে শিশুখাদ্য তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
এছাড়া প্রশাসন উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং করেন। সরকারি নিষেধ না মেনে দোকান খোলা রেখে ব্যবসা করায় চলিতাতলায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও ভবানীপুরে এক ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
অপরদিকে ডুবাঐ বাজারে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় দুই ব্যবসায়ীকে মোট ৩হাজার টাকা জরিমানা করা হয়। চলিতাতলা ও আব্দানারায়ণে সামাজিক দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত যাত্রী বহন করায় দুইজন সিএনজি ড্রাইভারকে মোট ১হাজার টাকা জরিমানা করা হয়। এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খৃষ্টফার হিমেল রিছিল।
Leave a Reply