নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শহরতলীর বড় বহুলা গ্রামে লিপি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন,মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বড় বহুলা গ্রামের বিভিন্ন পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এল (লিপি) স্মৃতি ফাউন্ডেশনের বড় বহুলা শাখার প্রেসিডেন্ট এনামূল হকের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোদ্দারবাড়ী এলাকার বিশিস্ট অনলাইন ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন।
উপস্থিত ছিলেন নাহিদুল ইসলাম লিটন, সুজন মিয়া চৌধুরী,মোঃ আবু হায়দার রনি, মোঃ মুশাহিদ মিয়া,আবুল কাশেম নুরী, মোঃ আব্দুল হান্নান, আবির আহমদ রিয়াদ, আনোয়ার হোসেন আনু,এনামূল হক নয়ন প্রমূখ।
লিপি স্মৃতি ফাউন্ডেশন একটি অনলাইন ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান।
তাদের আমাদের লক্ষ্য হচ্ছে দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা এবং দেশের অবহেলিত মানুষকে সাহায্য,
প্রতারক নারীদের কাছ থেকে যুব সমাজকে রক্ষা ও ভালবাসার বন্ধন অটুট রাখা।
আমাদের কর্মসূচী:-
পথশিশুদের শিক্ষা ও পূনর্বাসন।
সুবিধা বঞ্চিত মা বাবাদের জন্য বৃদ্ধাশ্রম।
স্পেশাল চাইল্ড (প্রতিবন্ধীদের) নিয়ে কাজ।
গরিব ও অসচ্ছল রোগীদের সাহায্য করা।
অসহায়, হতদরিদ্র ব্যক্তিদের মুখে খাবার তুলে দেয়া।
প্রতারক নারীদের কাছ থেকে যুব সমাজকে রক্ষা করা।
ভালবাসা সৃষ্টি হলে তা মৃত্যু অবধি অটুট রাখা।
আপনিও হতে পারেন এই ফাউন্ডেশনের একজন সদস্য। আমার নয় আমার দেশ, চলুন সবাই মিলে
একত্রে দেশের জন্য কাজ করি।
Leave a Reply