নুর উদ্দিন সুমন, হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানের ৩য়দিনে ফের ১৩ টি ওয়ারেন্টভুক্ত আসামি বহু অপকর্মের হুতা মোঃ জুয়েল মিয়া (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল উপজেলার গাজিপুর ইউনিয়নের কবিলাশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। (১৪মার্চ শনিবার) রাত সাড়ে ৯টায় চুনারুঘাট থানার এএসআই শরীফ ও এএসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত ৩জন কুখ্যাত বনদস্যু আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, আশা করি সকল অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply