নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ২০২০ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপেজেলা শিক্ষা অফিসার মো: মাসুদ রানা, টিএইচও ডা: মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, আলহাজ্ব মো: রজব আলী, সামছুন্নাহার, কাউছার বাহার,ফজলুর রহমান তরফদার সবুজ,উপেজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোদাব্বির হোসেন, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপেজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাস, বিদ্যুৎ পাল, উপজেলা পোস্ট মাষ্টার এস এম মিজান রহমান, আরএমও মোমিন উদ্দিন চৌধুরী,এসআই অলক বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি মো:কামরুল ইসলাম,সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক সমিতির সেক্রেটারি মুনিরুজ্জামান তাহের, আব্দুর রাজ্জাক রাজু,কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সাংবাদিক আব্দুল জাহির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সুধীজনরা অংশ নেন। সভায় ভাষা দিবসে ভাষা শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির, গীর্জায় দোয়া কামনাসহ নানা আয়োজন থাকবে বলে সিদ্ধান্ত হয়। সভার সমাপনী বক্তব্যে ইউএনও সত্যজিত রায় দাশ জানান, এবারে ভাষা দিবসে চুনারুঘাটে বঙ্গবন্ধু বই উৎসব হবে। এজন্য তিনি উপজেলার সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগীতা ও উপস্থিতি কামনা করেন।
Leave a Reply