নুর উদ্দিন সুমন: চুনারুঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । উপস্থিত ছিলেন,ওসি শেখ নাজমুল হক, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, হুমায়ুন কবির খান, আলহাজ্ব ফজলুর রহমান তরফদার, মোঃ রমিজ উদ্দিন,কাউছার বাহার,সামছুন্নাহার, ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি মাসুদ আহমেদ, প্রেসক্লাব সভাপতি মো: কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ, আব্দুল জাহির মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা সীমান্তে মাদক চোরাচালান রোধ করতে বিজিবিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।এছাড়াও চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসনে সবাইকে সহযোগিতার আহ্বান করেন পৌর মেয়র, আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন,উপজেলায় বর্তমানে আগের চেয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভাল। উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। চুনারুঘাট থেকে মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে। আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব ওসি শেখ নাজমুল হক বলেন, ‘আমার চ্যালেঞ্জ হচ্ছে মাদক মুক্ত চুনারুঘাট উপজেলা গড়ে তোলা। মাদক নির্মূলের ক্ষেত্রে কোনো তদবির চলবে না। এখন থেকে মাদককে যে প্রশ্রয় দেবে সে যদি আমার পুলিশও হয় কিংবা কোনো দলের হয়, আমার থানায় থাকতে পারবে না। আমাদের যে পরিমাণ পুলিশ নিয়োজিত রয়েছে তা দিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। তাই মাদক থেকে আমাদের উপজেলার মেধা ও প্রতিভাকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে, ছাত্রছাত্রী অভিভাবকসহ সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদেরও তৎপর হওয়া দরকার। তবে মাদক শতভাগ নির্মুলে উপজেলার ভারত সীমান্তপথ বন্ধ করতে হবে।নইলে এসব চোরা চালান, মাদক ঠেকানো যাবে না। আর এর সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply