জাকারিয়া চৌধুরী ॥বানিয়াচংয়ে দুই মহল্লার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ আরো ৫শতাধিক লোককে আসামী করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত এজহারভূক্ত ১১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মাইজের মহল্লা গ্রামের রিয়াজ মিয়া (২০), প্রথমরেখ গ্রামের নাজমুল হোসেন (২১), আলমগীর (২২), নজরুল হোসাইন (২২), সিজিল মিয়া (৫০), পারভেজ (১৯), দোয়াখানী গ্রামের ফয়সল (১৯), কুদরত আলী (৪৯), যাত্রপাশা গ্রামের এখলাছ মিয়া (৩৫), নানু মিয়া (৩৬), দক্ষিন নন্দীপাড়া গ্রামের আবু হাম্মাদ হাদী (২৪)।
শুক্রবার দুপুরে বানিয়াচং থানার এসআই ফারুক আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে গ্রেফতার আতংকে প্রথমরেখ ও দোয়াখানী গ্রাম দুটি পুরুষশূন্য হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরীফ উদ্দিন সড়কের বৈঠাখালী নামক স্থানে জমি দখলকে কেন্দ্র করে প্রথমরেখ ও দোয়াখানী গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দাঙ্গা থামাতে গিয়ে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। এছাড়া উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক জন আহত হয়। বানিয়াচং থানার (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, যে কোন ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল বৃদ্ধিসহ এ ঘটনার মূল হোতাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply