শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে দুই অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে চয়ন দত্ত নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।সরেজমিনে জানা যায়,মঙ্গলবার (২৮ জানুয়ারী)সকাল সাড়ে ১১ টায় ৩ নং ইউপির দেওরগাছ থেকে চুনারুঘাট বাজারের সতং রাস্তার মুখের বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসায়ী চয়ন দত্ত-রুশন আলী নামের এক রিক্সা চালকের রিক্সায় উঠেন।রিক্সাটি পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় আসলে ওপরদিক থেকে আসা বেপরোয়া আরেকটি রিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ হলে রিক্সা দুটি ছিটকে পড়ে রাস্তায়।এতে চয়ন দত্ত নামের এক যাত্রী রাস্তায় ছিটকে পড়লে তাঁর ডান পা-টি ফেটে যায়।
ওই সময় তাদের সুর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়।এ ব্যাপারে চুনারুঘাট ইসলামী সংগ্রাম পরিষদের নেতা মাওলানা আজিজুর রহমানসহ একাধিক সাধারণ মানুষজন জানান,পৌরশহরের অটোরিক্সার প্রায় সকল ড্রাইভাররাই বেপোরোয়া।সকল রিক্সার লাইসেন্স ও নেই বলে দাবি করেন তারা।পৌর শহরের
অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পৌর কর্তৃপক্ষ ও রিক্সা সমিতির উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন পৌরশহরের সচেতন নাগরিকরা।
Leave a Reply