শায়েস্তাগঞ্জে ১০কেজি গাঁজাসহ চুনারুঘাটের দুই কারবারি আটক
নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ চেকপোস্ট পয়েন্ট এলাকায় থানার তদন্ত ওসি মো. আল মামুনের নেতেৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার গণশ্যামপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে ছালেক মিয়া (৫০) ও একই উপজেলার ছয়শ্রী গ্রামের জহুর হোসেনের ছেলে কাজল মিয়া (৩৫)কে আটক করা হয়। পুলিশ জানায়- ওলিপুরমুখি একটি অটোরিক্সাকে আটক করে পুলিশ। এ সময় অটোরিক্সায় তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মো. আল মামুন বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply