নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাট উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে রাস্তা নিয়ে হামলায় আহত ইউনুছ মিয়া(৩৫) এর মৃত্যু হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার ভোর সকাল প্রায় ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ইউনূছ উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামের কিতাব আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের আব্দুল জলিল ওরফে কমলা মিয়া(৬৫) ও আব্দুল হাই(৫০)। এর আগে চুনারুঘাট থানায় নিহত ইউনুছ মিয়ার মামা ওয়াহেদ খান সোনা মিয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে বিকেলে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর কবিরসহ একদল পুলিশ অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করেন। ঘটনার বিবরণে জানা গেছে, ৭ জানুয়ারি বিকেলে রাস্তা নিয়ে দুইপক্ষের মধ্যে হামলা হলে ইউনূছ মিয়াসহ ৭ জন আহত হয়। ইউনূছ মিয়ার মারা যাওয়ার সংবাদটি নিশ্চিত করে এসআই জাহাঙ্গীর কবির বলেন- এ ঘটনায় দুইজনকে গ্রেফতার হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে ঢাকা থেকে লাশ বাড়িতে নিয়ে এসে মঙ্গলবার দিবাগত রাতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানান এলাকার মেম্বার মোঃ জসিম উদ্দিন।
Leave a Reply