নুর উদ্দিন সুমন : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলায় ৩ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ( ৩০ ডিসেম্বর ২০১৯) চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার রাসেল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক,
ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, শিক্ষক পঙ্কজ সাহা, মিজানুর রহমান, সিএ কৃষ্ণ কুমার সিংহ প্রমুখ। বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপনে কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে পঞ্চাশ হাই স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজিপুর স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান অর্জন করেছে আমরোড হাই স্কুল এন্ড কলেজ। স্কুল বিভাগে প্রথম স্থান অর্জন করেছে মিরাশী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেছে অগ্রণী উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে দশটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রায় ১৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহন করেছিল। এদিকে মেলায় অংশ নেয়নি রাজারবাজার সরকারী উচ্চ বিদ্যালয়।
Leave a Reply