নুর উদ্দিন সুমন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড.মো: জাহাঙ্গীর আলম এর চুনারুঘাট থানা পরিদর্শন করেন। (৭ডিসেম্বর) দুপুর ১২টায় থানা পরিদর্শনে আসেন তিনি।
এ সময় থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে থানা পুলিশ ফুল দিয়ে উষ্ণ অর্ভ্যথনা জানান । পরে অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড.মো: জাহাঙ্গীর আলম পুলিশ সদস্যদের নিয়ে মত বিনিময় সভা করেন।
মতবিনিময় কালে তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং থানার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শন ও মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল) মো: নাজিম উদ্দিন,অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, মাধবপুর চুনারুঘাট ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঞা, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম, ডিএসবি মোঃ জামাল হোসেন, ও থানার বিভিন্ন উপ পুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।
Leave a Reply