নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম যোগদান করেছেন। বুধবার (৪ডিসেম্বর ) দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি (তদন্ত) চম্পক দামকে কে গতকাল সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এর আগে চম্পক দাম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। গত ১২নভেম্বর পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে তিনি চুনারুঘাট থানায় যোগদান করেন। চম্পক দাম এর বাড়ী সিলেট জেলার বালাগঞ্জ থানায় । ব্যক্তিগত জীবনে তিনি ১কন্যা সন্তানের জনক। তিনি সিলেট এমসি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স মাষ্টার্স শেষ করে ২০১০সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। যোগদানের পর তিনি শ্রীমঙ্গল, কমলগঞ্জ,মৌলভীবাজার সদর, ছাতক ও তাহিরপুর থানায় কর্মরত ছিলেন। চুনারুঘাট থানার (ওসি তদন্ত) আলী আশরাফ কে আজমিরিগঞ্জ শিবপাশা ফাঁড়িতে বদলী করায় তার পদে স্থালাভিসিক্ত হন চম্পক দাম। নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, চুনারুঘাট থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।
Leave a Reply