নুর উদ্দিন সুমন: আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সার্ক এ্যাওয়ার্ড পেলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। গত ৩০ নভেম্বর বিজয়নগর, ঢাকার অরনেট থ্রি স্টার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় “সার্ক অ্যাওয়ার্ড ২০১৯” ও সনদপত্র পেলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক। সনদপত্রে উল্লেখ আছে যে, আপনি আন্তরিকতার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখেছেন। নিঃসন্দেহে আপনার এই অবদান কৃতিত্বপূর্ণ। আপনি দেশ ও জাতীর গৌরব। এই অসামন্য কৃতিত্বের জন্য আপনাকে সার্ক কালচারাল ফোরামের পক্ষ থেকে সনদ পত্র প্রদান করা হলো। সনদপত্রে সার্ক কালচারাল ফোরামের প্রধান উপদেষ্টা বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, সার্ক কালচারাল ফোরামের কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে তাকে সার্ক এ্যাওয়ার্ড ২০১৯ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, ওসি শেখ নাজমুল হক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। কর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে অত্র উপজেলায় অপরাধ দমন, সার্বিক নিরাপত্তাদান ও পুলিশি সেবা মানুষের কল্যানে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কমিটির সহযোগিতা নিয়ে সাহসিকতার সাথে বিভিন্ন অপরাধ ও সমস্যা মোকাবেলা করে ইতিমধ্যে পুলিশি সেবারমান সর্বসাধারণের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ওসি শেখ নাজমুল হক নেত্রকোনা জেলার মদন থানার বীর মুক্তিযোদ্ধা শেখ সহাজ উদ্দিনের পুত্র।
Leave a Reply