নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী সত্যজিত রায় দাশ এর সাথে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। (২৮নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় নবাগত ইউনও উপজেলার বিরাজমান সমস্যাদি চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসবেন বলে মত প্রকাশ করে বলেন সাংবাদিকের তথ্য আমার আগামীর পথচলা। আপনাদের সঠিক তথ্যের মাধ্যমে উপজলোর অনিয়ম ও সমস্যা গুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে আশু ব্যবস্থা গ্রহন করতে পারব। তাছাড়া একটি উপজেলাকে আদর্শবান উপজেলা হিসেবে গড়ে তুলতে শুধু প্রশাসনের পক্ষে একা সম্ভব নয় আপনাদের সহযোগীতা চাই। তাই সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও তিনি কামনা করেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ফাতিমা, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, সহ- সভাপতি মোঃ মহিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, এসএম সুলতান খান, রিপোর্টার্স ইউনিটির , যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, ওয়াহিদুল ইসলাম জিতু, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: রায়হান আহমেদ, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, আব্দুর রাজ্জাক রাজু, এস আর রুবেল মিয়া, মোঃ শওকত আলী, শাহজাহান জলি, জিলানী আখঞ্জী, নাজিরুজ্জামান শিপন, আব্দুর জাহির প্রমুখ। সভায় উপজেলার সার্বিক কল্যাণে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ইউএনও।
উল্ল্যেখ্য গত (২৭নভেম্বর) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে ইউএনও হিসেবে মঈন উদ্দিন ইকবাল দেড় বছরের অধিক সময় চুনারুঘাটে দায়িত্ব পালন করার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলী হলে তাঁর-ই স্থলে ইউএনও হিসেবে সত্যজিত রায় দাশ যোগদান করেছেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি শেষ করে ৩০তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন।
Leave a Reply