নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাটে চাবাগানের বাবুর বেশে অভিনব কায়দায় বাগান থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়- (২৭নভেম্বর) বুধবার দুপুরে উপজেলার কাপাই চা বাগানের রবিচন্দ্র মুন্ডার ছেলে সুজন মুন্ডা (২৪) দীর্ঘ দিন হতে আইনের চোঁখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়ায়। একাধিক বার পুলিশ সুজনকে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করলে চতুর সুজন পালিয়ে যায়। পুলিশ গোপন সংবাদে জানতে পারে সাজাপাপ্ত পলাতক আসামী সুজন স্থানীয় বাগানে ভেতরে আড্ডা দিচ্ছে । চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজুমল হকের নির্দেশনায় এএসআই ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিনব কায়দা অবলম্বন করে চা-বাগানের বাবু সেজে হাপ ফেন্ট পড়ে অভিযান পরিচালনা করে সুজন(২৪) কে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে গাছ চুরিসহ একাধিক মামলায় সাজা দিয়েছে আদালত।
এবিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন- সাজাপ্রাপ্ত আসামী সুজনকে আটক করতে একাধিক অভিযান পরিচালনা করলে চতুর সুজন পালিয়ে যায়। তাই তাকে ধরতে পুলিশ বাগানের বাবু সেজে বাগানে অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হয়। আসামী সুজনকে আদালতে প্রেরন করা হয়েছ।
Leave a Reply