বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে প্রাইভেট কার চাপায় মোজাহিদ মিয়া (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৭ নভেম্বর)সকাল সাড়ে ৯ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতলী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোজাহিদ উপজেলার শেওড়াতলী গ্রামের শেখ আব্দুল আজিজ এর পুত্র ও স্থানীয় স্বস্থিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
জানা যায়, নিহত স্কুল ছাত্র পাশ্ববর্তী গ্রাম হাসনাবাদ তার চাচাতো বোনের বাড়িতে গিয়েছিল।সেখান থেকে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেট একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মোজাহিদের মৃত্যু হয়। ঘাতক কারটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের বাবা- মা ও পাড়া-প্রতিবেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কলিজা ছেড়া ধন সন্তান হারিয়ে মোজাহিদের বাবা-মা পাগল প্রায় হয়ে গেছেন। সন্তান হারানোর বেদনায় বার বার মুর্ছা যাচ্ছিলেন তারা।
খবর পেয়ে ঘটনার পর পরই বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক নিহতের বাড়িতে গিয়ে নিহতের মা বাবাকে শান্তনা প্রদান করেন, এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply