ডেস্ক রিপোর্ট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ও প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে বাতিল করতে হয় এমন রেজাল্ট আমরা প্রকাশ করবো না। একটি নির্ভুল রেজাল্ট প্রকাশ করার জন্য আমরা কয়েকদিন সময় নিচ্ছি। তবে যত দ্রুত সম্ভব চলতি সপ্তাহের মধ্যে আমরা রেজাল্ট প্রকাশ করবো।
এর আগে গত ২৬ অক্টোবর সকালে শাবির ‘এ’ ইউনিট এবং বিকেলে ‘বি-১’ ও ‘বি২’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ২৮টি বিভাগের অধীনে এক হাজার ৭০৩টি আসনের বিপরীতে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Leave a Reply