চুনারুঘাট প্রতিনিধি:চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মাধবপুর-চুনারুঘাটের দায়িত্বরত সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি)নাজিম উদ্দিন। রবিবার রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার রাজার বাজার দামোদর পুর সার্বজনিন পূজা মন্ডপ, গোছাপাড়া পালবাড়ি পূজা মন্ডপ,ছয়শ্রী পূজা মন্ডপ,ইকরতলী পূজা মন্ডপ ও আমু চা বাগানের চা শ্রমিকদের সার্বজনীন পূজা মন্ডপসহ উপজেলার বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন।তিনি পরিদর্শন বুকে মন্তব্য করেন এবং মনিপুরী নৃত্য উপভোগ করেন। সার্কেল এএসপি উপজেলার পূজা মন্ডপ গুলোর আইন- শৃংখলা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন,চুনারুঘাট থানার ওসি তদন্ত আলী আশরাফ, ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী,চুনারুঘাট সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,দামোদর পুর পূজা কমিটির সেক্রেটারি বাবু স্বপন কুমার দেবরায়,ইকরতলী পূজা কমিটির সেক্রেটারি কৃষ্ণ কুমার সিংহ,ইউপি সদস্য সফিকুর রহমান সাপু ও আব্দুুজ জাহির মিয়া প্রমুখ।
Leave a Reply