নুর উদ্দিন সুমন ॥ জন্ম একবার, নিবন্ধনও একবার” শ্লোগানে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে চুনারুঘাট জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা উপজেলা মৎস্য কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি,মনির হোসেন, কৃষ্ণ বাবু, উপজেলা চেয়ারম্যানের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন,উপজেলা তথ্য আপা সোনালী রায় মৌ, রিপা বেগম, জান্নাতুল ফেরদৌস, হাসান, প্রমুখ। কোন শিশু যাতে জন্ম নিবন্ধন থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান বক্তারা। কর্মসুচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।
Leave a Reply