শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা ছনবাড়ী নামক স্থানে অভিযান চালিয়ে ২০০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এম জাহিদুর রশিদ পিএসসি জানান, ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় বিজিবি ৫৫ ব্যাটালিয়ন চিমটিবিল কোম্পানি কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে একদল বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ২০০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করেন। উদ্ধারকৃত চা-পাতার সীজার মূল্য ৬০ হাজার টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মালামালের কোন আইনি প্রক্রিয়া হয়নি।তবে আইনি কার্যক্রম পক্রিয়াধিন।
Leave a Reply