জুবায়ের আহমেদ বাহুবল থেকেঃ বাহুবলে অন্যের জমি দখল করে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার ১৩ই সেপ্টেম্বর বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আয়েশা হক উপজেলার ভবানীপুর ছড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন তিনি।এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উত্তর ভবানীপুর গ্রামের ইদু মিয়ার ছেলে সায়েদ মিয়া(৩৫)কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিলন, পুটিজুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুবাশ্বির হোসেনসহ একদল পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ,দ্বিগাম্বর, কল্যানপুর সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি শক্তিশালী সেন্টিগ্রেড, ঐ এলাকার স্থানীয়রা বলেন আমরা বড়ই অসহায়, বালু খেকোরা অনেক বড় শক্তিশালী, তাদের বিরুদ্ধে কোন কথা বলা ম্যানেই মৃত্যুর সম্মুখীন হওয়া। স্থানীয় বাসিন্দাগন বলেন অবৈধ বালু ব্যবসায়ীদের কারণে রাস্তাঘাটে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা বলেন বাহুবল উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
Leave a Reply